নৈহাটির কাঁটালপাড়ায় বঙ্কিমের বাড়িতেই রচিত হয়েছিল বন্দেমাতরম
রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র এর যৌথ উদ্যোগে লোকপ্রজ্ঞার ষোড়শ অনুভব দর্শন অনুষ্ঠান। গত ১লা অক্টোবর, রবিবার; সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নৈহাটির কাঁটালপাড়ায় বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হলো । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকপ্রজ্ঞার প্রায় ১৫০ জন সদস্য এদিন সামিল হয়েছিলেন স্বাধীনতার বীজমন্ত্র বন্দেমাতরম্ এর রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্রের পুণ্য জন্মস্থানে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য।
ঋষি বঙ্কিমচন্দ্রের জন্ম বেদীর পবিত্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এবং সমবেত কন্ঠে পূর্ণ বন্দেমাতরম সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুভব দর্শন অনুষ্ঠান। শুভ সূচনার পর ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মভিটা , শিব মন্দির, রাধা মাধবের ঠাকুরবাড়ি পরিভ্রমণ এবং বঙ্কিম ভবনের সংরক্ষণাগারের সংরক্ষিত বস্তু সামগ্রী দর্শন করা হয়। দুপুরের ভোজনের ব্যবস্থাও ছিল বঙ্কিমের পুণ্য জন্মস্থানেই।

উল্লেখযোগ্যভাবে, অনুভব দর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ডঃ রতন কুমার নন্দী মহাশয়, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের গবেষণা-সহায়ক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় মহাশয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, ঘাটাল মহাবিদ্যালয়ের সংস্কৃত অধ্যাপক ডঃ প্রণব বর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজ্ঞাপ্রবাহের পূর্ব ক্ষেত্র সংযোজক শ্রী অরবিন্দ দাস মহাশয় ও আরও গুণীজনেরা।
এই অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ডঃ রতন কুমার নন্দী মহাশয়ও বন্দেমাতরম বিষয়ে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের গবেষণা-সহায়ক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়এর বক্তব্য সকলকে সমৃদ্ধ করেছে। এছাড়াও বঙ্কিমচন্দ্রের সাহিত্যে সংস্কৃত ও সংস্কৃতি বিষয়ে বক্তব্য রাখেন ঘাটাল মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রণব বর এবং বঙ্কিমচন্দ্রের স্বদেশ ভাবনা নিয়ে বক্তব্য রাখেন ডঃ মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনের বিশেষ আকর্ষণ ছিল মাটি দিয়ে এক ঘন্টার মধ্যে শিল্পী শীর্ষ আচার্যের অপূর্ব বঙ্কিম মূর্তি নির্মাণ। এছাড়া পাঁচটি প্রশ্নোত্তরে পুস্তিকা এবং কিশোর লেখক এর একটি পুস্তক উন্মোচন। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মিলন কুমার দে ও পার্থ পাল। পূর্ন বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দরভাবে সরাসরি সম্প্রচার করা হয়।